জানুয়ারি ১৫, ২০২৫

বুধবার ১৫ জানুয়ারি, ২০২৫

আইপিএল খেলতে আজ ভারত গেলেন লিটন দাস

আইপিএল খেলতে আজ ভারত গেলেন লিটন দাস।
আইপিএল খেলতে আজ ভারত গেলেন লিটন দাস। ছবি: সংগৃহীত

বাংলাদেশি আইপিএল সমর্থকদেরকে সুখবর দিল কেকেআর। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ করে ৯ এপ্রিল কলকাতা দলে যোগদান করতে যাচ্ছেন  লিটন। নাইট শিবিরের পক্ষ থেকে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

প্রথমবারের মত আইপিএলে সুযোগ পাওয়া লিটন কবে খেলতে যাচ্ছেন তা নিয়ে কয়েকদিন ধরেই ব্যাপক আলোচনা চলছে তবে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ থাকার কারণে লিটন এখন পর্যন্ত তার নিজ দলে যোগদান করতে পারেননি।

কেকেআর টিম থেকে জানানো হয়েছে, আজ (রবিবার) নাইট শিবিরে বাংলাদেশ থেকে সরাসরি কলকাতা ফ্লাইটে করে দলে ভিড়বেন লিটন ১৪ এপ্রিল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষের ম্যাচ থেকে তার পরিপূর্ণ সার্ভিস পাবে কলকাতা নাইট রাইডার্স ।

উল্লেখ্য যে, বাংলাদেশের তারকা সাকিব আল হাসান এবারের আইপিএল থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। ফলে লিটন আইপিএল খেলবেন কিনা সেটা নিয়ে ভক্তদের মনে কিছুটা শঙ্কা ছিল তবে ক্রিকেটের এত বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে নিজেকে মেলে ধরার এই দুর্দান্ত সুযোগকে হাতছাড়া করতে চাননি লিটন। সব ঠিক থাকলে হয়তো ১৪ এপ্রিল (শুক্রবার) থেকে লিটনকে ঘরের মাঠে দেখা যাবে।