জানুয়ারি ৩, ২০২৫

শুক্রবার ৩ জানুয়ারি, ২০২৫

অস্ট্রেলিয়ার ওয়ানডে বিশ্বকাপ দল ঘোষণা

Australia's ODI World Cup squad announced
অস্ট্রেলিয়ার ওয়ানডে বিশ্বকাপ দল ঘোষণা। ছবি: সংগৃহীত

ঘনিয়ে আসছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। অপেক্ষা আর মাত্র ৫৯ দিনের। এরইমধ্যে স্কোয়াড ঘোষণা করল অস্ট্রেলিয়া।

রোববার (৬ আগস্ট) আইসিসি জানিয়ে দিয়েছে আগামী ৯ আগস্টের মধ্যে বিশ্বকাপে অংশ নেওয়া দেশগুলোর প্রাথমিক স্কোয়াড ঘোষণা করতে হবে। আইসিসির সে বিবৃতির পরের দিন সোমবার (৭ আগস্ট) ১৮ সদস্যের বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।

আইসিসি ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার প্রাথমিক দল:

প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, অ্যালেক্স ক্যারি, অ্যাস্টন অ্যাগার, ক্যামেরন গ্রিন, নাথান এলিস, অ্যারন হার্ডি, জশ হ্যাজলউড, জশ ইংলিশ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, তানভীর সাঙ্ঘা, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা।