সেপ্টেম্বর ১৩, ২০২৪

শুক্রবার ১৩ সেপ্টেম্বর, ২০২৪

অসুস্থ ছেলেকে নিয়ে হাসপাতালে পরীমণি

Pori Moni
ছবি: সংগৃহীত

অফিসিয়ালি বিচ্ছেদ না ঘটলেও রাজ-পরীর ঠিকানা এখন আলাদা। দুইজন এখন দুই দিকে।

বর্তমানে পরী আছেন তার ছেলেকে নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। গতকাল (রোববার) বিকেলে অভিনেত্রী তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে লেখেন, ‘অসুস্থ রাজ্য।’ তবে তার ছেলের ঠিক কী হয়েছে সে বিষয়ে খোলাসা করেননি কিছুই। কমেন্ট বক্সে পরীর ছেলের সুস্থতা কামনা করছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।

জানা গেছে, অবকাশ যাপনে বর্তমানে মালদ্বীপে অবস্থান করছেন এই চিত্রনায়ক রাজ। ফিরবেন সপ্তাহখানেক পরে।

রাজের মালদ্বীপ ভ্রমণের বিষয়ে পরীমণি বলেন, ‘ও তো যা খুশি করছে। নিজের মতো চলছে। যেখানে খুশি যাচ্ছে। এসবে আমার কী!’

ঈদে ছেলের সঙ্গে দেখা হয়েছে কিনা, এ বিষয়ে রাজ বলেন, ‘আমার মালদ্বীপ আসার প্ল্যান কয়েক দিন আগেই করা। ঈদের আগের রাতে বনানীতে আমরা দেখা করি। রাজ্যকে নিয়ে পরী কেনাকাটা করতে বেরিয়েছিল, সেখানেই দেখা হয় আমাদের। ঈদের দিন দেখা কিংবা কথা, কিছুই হয়নি।’