জানুয়ারি ১৩, ২০২৫

সোমবার ১৩ জানুয়ারি, ২০২৫

অষ্টম ও নবম শ্রেণির জন্য নতুন কারিকুলাম প্রশিক্ষণ শুরু ১৭ ডিসেম্বর

Directorate of Secondary and Higher Education (DSHE)
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। গ্রাফিক্স: রাইজিং কুমিল্লা

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) আগামী রোববার ১৭ ডিসেম্বর থেকে অষ্টম ও নবম শ্রেণির জন্য ‘নতুন কারিকুলাম বিস্তরণ’ বিষয়ক সাত দিনের বিষয়ভিত্তিক শ্রেণি-শিক্ষকদের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ শুরু করবে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) মাউশির ডিসিমিনেশন অব নিউ কারিকুলাম স্কিমের পরিচালক অধ্যাপক সৈয়দ মাহফুজ আলী স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

নোটিশে বলা হয়, প্রথম ধাপে ৪৭৭টি উপজেলা-থানায় ৫০৮টি ব্যাচে শিক্ষক প্রশিক্ষণ আয়োজন করা হবে। প্রথম পর্যায়ে ইআইআইএনধারী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা প্রশিক্ষণ পাবে।

প্রশিক্ষণটি সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। বেলা ১১টায় ১৫ মিনিটের চা-বিরতি, দুপুর ১টায় এক ঘণ্টা নামাজ ও দুপুরের খাবারের বিরতি ও সোয়া ৩টায় চা-বিরতি থাকবে।

প্রশিক্ষণে নতুন কারিকুলামের বিভিন্ন দিক, পাঠ্যপুস্তক, মূল্যায়ন পদ্ধতি, শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হবে।

এতে আরও বলা হয়, শিক্ষকদের তালিকায় যেন কোনোভাবেই কোচিং সেন্টার বা ইআইআইএনবিহীন প্রতিষ্ঠানের শিক্ষক অন্তর্ভুক্ত না হয় সেটি নিশ্চিত করতে হবে। এ ছাড়া প্রশিক্ষণ পরিচালনা নিয়ে জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের একগুচ্ছ নির্দেশনা দিয়েছে ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিম। এতে প্রশিক্ষণ বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।