ফেব্রুয়ারি ২২, ২০২৫

শনিবার ২২ ফেব্রুয়ারি, ২০২৫

অবৈধভাবে কৃষিজমির মাটি কেটে বিক্রির অপরাধে যুবদল নেতা বহিষ্কার

Youth League leader expelled for illegally cutting and selling agricultural land
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে বিক্রি করার অপরাধে শাহবাজপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জাকির হোসেনকে দল থেকে বহিষ্কার করেছে উপজেলা যুবদল।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সরাইল উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন মাষ্টার ও সদস্য সচিব নূর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে সুস্পষ্ট অভিযোগ থাকায় সরাইল উপজেলা শাহবাজপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জাকির হোসেন-কে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

জাকির হোসেনকে যুবদল থেকে বহিষ্কারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে সরাইল উপজেলা যুবদলের সদস্য সচিব নূর আলম মিয়া বলেন, “আমাদের দলে কোনো চাঁদাবাজ-সন্ত্রাসের ঠাঁই নেই, এটা আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নির্দেশ। জাকিরের কর্মকাণ্ডে দলীয় সম্মান ক্ষুণ্ন হয়েছে তাই তাকে বহিষ্কার করা হয়েছে। আগামীতে যদি অন্য কেউ দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত হয় তাদেরকেও বহিষ্কার করা হবে।”

এর আগে, গত ১৯ ফেব্রুয়ারি শাহবাজপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কৃষিজমির মাটি কেটে বিক্রির অপরাধে জাকির হোসেনকে আটক করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুম মুনীরা কায়ছান পরিচালিত ওই অভিযানে আটকের পর জাকিরকে ১ লক্ষ টাকা জরিমানা বা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। পরবর্তীতে জরিমানার টাকা পরিশোধ করে তিনি মুক্তি পান।