বৃহস্পতিবার ১৩ নভেম্বর, ২০২৫

অবশেষে নতুন নির্বাচন কমিশন পেতে যাচ্ছে ব্র্যাকসু, নতুন সিন্ডিকেট গঠন আগামীকাল

নিজস্ব প্রতিবেদক

ছবি: সংগৃহীত
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. ফেরদৌস রহমানের পদত্যাগের পর নির্বাচন ফের অনিশ্চয়তায় পড়েছিল।
তবে এবার নতুন নির্বাচন কমিশন গঠনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী আগামীকাল মঙ্গলবার (১১ নভেম্বর) জরুরি সিন্ডিকেট সভা ডেকেছেন।
আজ সোমবার (১০ নভেম্বর) বিকেলে তিনি বিষয়টি নিজেই নিশ্চিত করে বলেন, নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে কিছুটা আশঙ্কা তৈরি হয়েছে। তবে আমি প্রতিজ্ঞাবদ্ধ, যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে আগামীকাল সিন্ডিকেট ডেকেছি। আশা করছি, নতুন নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া যাবে।
উপাচার্য আরও জানান, নতুন কমিশনার নিয়োগের পর আচরণবিধি ও অন্যান্য প্রস্তুতিমূলক কাজ শুরু হবে।
এর আগে গত ৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ১১৬তম জরুরি সিন্ডিকেট সভায় বিজনেস অনুষদের ডিন প্রফেসর ড. ফেরদৌস রহমানকে প্রধান নির্বাচন কমিশনার করে ছয় সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। তবে গঠনের অল্প সময় পরই তিনি পদত্যাগ করেন।
আরও পড়ুন