মার্চ ৬, ২০২৫

বৃহস্পতিবার ৬ মার্চ, ২০২৫

অবশেষে কমলো হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া

Rising Cumilla - new potatoes
ছবি: সংগৃহীত

কৃষকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে, অবশেষে আলু সংরক্ষণের ভাড়া কমালো সরকার। কৃষি বিপণন আইন অনুযায়ী, দেশের বিভিন্ন কোল্ড স্টোরেজ বা হিমাগারে আলু সংরক্ষণের জন্য প্রতি কেজিতে সর্বোচ্চ ৬ দশমিক ৭৫ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

রবিবার (২ মার্চ) কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ রেজা আহমেদ খানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।

আদেশে বলা হয়েছে, কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৬ (খ) ধারার প্রদত্ত ক্ষমতাবলে কৃষি বিপণন অধিদপ্তর দেশের বিভিন্ন কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের জন্য কেজিপ্রতি সর্বোচ্চ ৬ দশমিক ৭৫ টাকা হারে ভাড়া নির্ধারণ করা হলো।

এর আগে হিমাগার মালিকরা আলু সংরক্ষণের জন্য কেজিপ্রতি ৮ টাকা ভাড়া নির্ধারণ করেছিলেন। এর প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে কৃষকরা রাস্তায় আলু ফেলে বিক্ষোভ করেন। কৃষকদের এই বিক্ষোভের পরিপ্রেক্ষিতে সরকার ভাড়া কমানোর এই সিদ্ধান্ত নিয়েছে।