জানুয়ারি ২, ২০২৫

বৃহস্পতিবার ২ জানুয়ারি, ২০২৫

অবনীত কৌরের ইতালিয়ান ছুটির ছবি ভাইরাল

অবনীত কৌরের ইতালিয়ান ছুটির ছবি ভাইরাল
অবনীত কৌরের ইতালিয়ান ছুটির ছবি ভাইরাল। ছবি: সংগৃহীত

সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় অভিনেত্রী অবনীত কৌর। বর্তমানে ইতালিতে ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী, সেখান থেকে বিভিন্ন লুকের ছবি পোস্ট করেছেন তিনি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের নানা লুকের ছবি পোস্ট করেছেন। ইতালি ছুটিতে গিয়ে পোস্ট করা ছবিতে দেখা যায়, নিজেকে মানানসই সাজে সাজিয়ে তুলতে তিনি গলায় হার, হাতে চুড়ি পরেছেন।

হালকা মেকআপেই অনুগামীদের বিশেষ নজর কাড়ছেন অভিনেত্রী, এবার চুল তুলে বেঁধেছেন তিনি। সাদা পোশাকে গ্ল্যামারাস অবনীত, শেয়ার করা ছবিগুলো দেখে সকলে মুগ্ধ।