রবিবার ২৭ জুলাই, ২০২৫

অপরাধের বিরুদ্ধে একতাবদ্ধ ও শান্তি প্রতিষ্ঠার দাবিতে রাজপথে জনতা

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক, চুরি, ছিনতাই ও জুয়ার মতো ভয়ংকর এসব অপরাধের বিরুদ্ধে সামাজিক শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠার দাবিতে রাজপথে নেমেছেন এলাকাবাসী।

শুক্রবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামের মিতালী ক্লাব মোড়ে ১২টি স্বেচ্ছাসেবী সংগঠন ও স্থানীয় জনসাধারণের যৌথ উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সমাবেশে একাত্মতা প্রকাশ করে অংশ নেয়, দেওড়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন, বন্ধন যুব সংগঠন, মিতালী সমাজ কল্যাণ সংঘ, একতা সমাজ কল্যাণ সংঘ, প্রভাতী সমাজসেবা সমিতি, দূরন্ত পথিক সমাজকল্যাণ সংঘ, ভুঁইয়া ফাউন্ডেশন, দেওড়া ফুটবল একাডেমি, গরীব গায়েজ, নবদিগন্ত যুব সংঘ, ব্রাদার্স ফাউন্ডেশন এবং আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্যসহ সর্বস্তরের জনতা।

এ সময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাংবাদিক আল-আমীন শাহীন। তিনি বলেন, “আজকের এই মানববন্ধন ঐক্যের, আজকের এই মানববন্ধন শান্তির জন্য। দেওড়া গ্রামের সর্বস্তরের জনগণ আজ ঐক্যবদ্ধ হয়েছে এই গ্রামে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে। আমরা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতি জোর আহ্বান জানাচ্ছি; অতিদ্রুত মাদক ব্যবসায়ী ও চুরি-ডাকাতির সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে সাধারণ মানুষের জন্য শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করুন।”

মানববন্ধনে স্থানীয় প্রবীণ আকরাম খানের সভাপতিত্বে এবং হাবিবুল হক রাজ্জির সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সাংবাদিক মাহবুবুর রহমান বাবুল, বিট পুলিশ কর্মকর্তা আব্দুর রশিদ, স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষে আক্তার হোসেন ভূঁইয়া, ফজলে রাব্বি চপল ও নুরুজ্জামান জাবেদ।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, শাহজাদাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আপন মিয়ার ছত্রচ্ছায়ায় দেওড়া গ্রামে মাদক ব্যবসা, চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধ বাড়ছে। প্রশাসন এসব বিষয়ে নীরব ভূমিকা পালন করছে। প্রকাশ্যে মাদক ব্যবসা চললেও আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।

বক্তারা আরও বলেন, “যারা সমাজ ধ্বংসের খেলায় মেতেছে, তাদের হুঁশিয়ার করে দিতে চাই, আলোচনার সুযোগ থাকলেও প্রয়োজনে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে। মাদক ও চুরি-ছিনতাইকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।”

আরও পড়ুন