
নভেম্বর মাসের ২৮ তারিখ ভারতের চেন্নাইয়ে শুরু হতে যাওয়া আসন্ন অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপের জন্য টুর্নামেন্ট শুরুর প্রায় দেড় মাস আগেই স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। বিশ্বকাপকে সামনে রেখে এবার প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চাইছে না ফেডারেশন।
সাধারণত হকিতে চূড়ান্ত স্কোয়াড ১৮ জনের হয়ে থাকলেও বাংলাদেশ হকি ফেডারেশন শনিবার (১১ অক্টোবর) রাতে ২০ জন খেলোয়াড়ের তালিকা দিয়েছে। এ প্রসঙ্গে হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে কর্নেল (অব) রিয়াজুল হাসান বলেন, ‘২৮ অক্টোবর দল সুইজারল্যান্ড যাবে। ব্যয়বহুল সফরে বেশি খেলোয়াড় নেওয়া সম্ভব নয়। এ জন্য ২৬ জন থেকে ২০ জন করা হয়েছে। সুইজারল্যান্ড থেকে আসার পর এই ২০ জন থেকে ১৮ জন চূড়ান্ত ও ২ জন স্ট্যান্ডবাই থাকবে।’
বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ দল প্রথমে সুইজারল্যান্ডের লুজানে এক সপ্তাহ ক্যাম্প করবে। সেখানে তারা সুইজারল্যান্ড ও অস্ট্রিয়ার সঙ্গে দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে। নভেম্বরের প্রথম সপ্তাহে খেলোয়াড়রা দেশে ফিরবেন। এরপর অনূর্ধ্ব-২১ দলের কয়েকজন খেলোয়াড় বিশ্বকাপের বাছাইপর্বে অংশ নেওয়া পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের একটি সিরিজ খেলবেন। সেই সিরিজ শেষ করে ১৮ নভেম্বর ভারতের উদ্দেশে দেশ ছাড়ার পরিকল্পনা রয়েছে। দশ দিন আগে ভারতে পৌঁছে সেখানেও বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলবে।
অনূর্ধ্ব-২১ হকি দল (২০ সদস্যের প্রাথমিক স্কোয়াড):
আজিজার রহমান, সাব্বির হোসেন কনক, দ্বীন ইসলাম, আশরাফুল ইসলাম, মেহেদী হাসান, ইসমাইল হোসেন, আমিরুল ইসলাম, হোজিফা হোসেন, ওবায়দুল হোসেন, তানভীর রহমান, রাকিবুল ইসলাম মাহমুদ হাসান, আশরাফুল হক, মেহরাব হোসেন সামিন, রামিন হোসেন, এনাম শরীফ, মুন্না ইসলাম, রাহিদ হাসান, আব্দুল্লাহ ও শহীদুর রহমান।