রবিবার ১৩ জুলাই, ২০২৫

অনিয়ম হলে পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা ফিরে পেতে চায় নির্বাচন কমিশন

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটে অনিয়ম হলে পুরো আসনের নির্বাচন বাতিলের ক্ষমতা ফিরে পেতে চায় নির্বাচন কমিশন (ইসি)।

বর্তমানে ইসি শুধুমাত্র সেসব ভোটকেন্দ্রের ফলাফল স্থগিত বা বাতিল করতে পারে যেখানে সুনির্দিষ্টভাবে অনিয়ম প্রমাণিত হয়। তবে পুরো সংসদীয় আসনের ফলাফল বাতিল করার ক্ষমতা তাদের নেই। ইসির পক্ষ থেকে এই ক্ষমতা ফিরিয়ে দেওয়ার প্রস্তাব সরকারের কাছে পাঠানো হয়েছে এবং সরকার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করছে বলে জানা গেছে।

গতকাল বৃহস্পতিবার (১০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এই তথ্য জানান।

তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সরকার ইসিকে এ বিষয়ে তাদের পূর্বের ক্ষমতা ফিরিয়ে দেবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অন্যান্য নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইসি সানাউল্লাহ বলেন, “অনিয়ম, বিশৃঙ্খলা ও কারচুপির কারণে আমাদের আগে শুধু কেন্দ্রের ভোট বাতিলের ক্ষমতা ছিল। এখন আমরা শুধু কেন্দ্র নয়, পুরো সংসদীয় আসনের ভোট বাতিলের ক্ষমতা চেয়েছি। আশা করছি সরকার আমাদের পূর্বের এই ক্ষমতা ফিরিয়ে দেবে।”

উল্লেখ্য, ২০২৩ সালের ১৯ মে তৎকালীন আওয়ামী লীগ সরকার ‘গণপ্রতিনিধিত্ব আদেশ’ (আরপিও) সংশোধনের যে খসড়া অনুমোদন করেছিল, সেখানে ইসিকে পুরো আসনের নির্বাচন বাতিলের ক্ষমতা দেওয়া হয়নি। তবে বর্তমান সরকার এই আইনের সংশোধন চাইছে।

সর্বশেষ খবর অনুযায়ী, নির্বাচনে ব্যাপক অনিয়ম হলে শুধু কেন্দ্র নয়, পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা নির্বাচন কমিশনকে ফিরিয়ে দিতে আইনি দিক খতিয়ে দেখার জন্য প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন। গতকাল বুধবার (৯ জুলাই) রাতে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আরও পড়ুন