জুলাই ৭, ২০২৫

সোমবার ৭ জুলাই, ২০২৫

৫ দিনের চীন সফরে গেলেন জাবি উপাচার্য

৫ দিনের চীন সফরে গেলেন জাবি উপাচার্য
৫ দিনের চীন সফরে গেলেন জাবি উপাচার্য/ছবি: প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য “অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান” একটি উচ্চপর্যায়ের সরকারি সফরে অংশ নিতে ৫ দিনের জন্য চীনের উদ্দেশ্যে যাত্রা করেছেন।

তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের নেতৃত্বে ২০ সদস্যবিশিষ্ট এক প্রতিনিধি দলের সদস্য হিসেবে আজ (৬ জুলাই ২০২৫) সকালে কুনমিংয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

চীনা সরকারের আমন্ত্রণে আয়োজিত এ সফরের মূল লক্ষ্য হলো চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে দ্বিপাক্ষিক শিক্ষা ও গবেষণা কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণ করা।

সফরকালে অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান চীনের খ্যাতনামা উনান বিশ্ববিদ্যালয়, হুয়াজং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, উহান বিশ্ববিদ্যালয় এবং সান ইয়াৎসেন বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবেন বলে জানা গেছে।

এ সকল বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বৈঠকের মাধ্যমে দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের বিষয়ে মতবিনিময় করা হবে, যা ভবিষ্যতে যৌথ গবেষণা, শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় এবং একাডেমিক উন্নয়ন কর্মকাণ্ডে উভয় দেশের প্রতিষ্ঠানসমূহকে উপকৃত করবে।

উপাচার্য এই সফরে ইউনান, হুবেই ও গুয়াংডং প্রদেশের প্রাদেশিক শিক্ষা কর্তৃপক্ষ, জাদুঘর, সাংস্কৃতিক কেন্দ্র এবং অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান পরিদর্শনের সুযোগ পাবেন।

এ ধরনের প্রতিষ্ঠান পরিদর্শনের মাধ্যমে সাংস্কৃতিক ও শিক্ষা বিনিময়ের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে এই সফর গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কাঠামোকে আরও গতিশীল ও বৈশ্বিক মানদণ্ডে উন্নীত করতে এই সফর বিশেষ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহল আশাবাদী।

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান আগামী ১১ জুলাই ২০২৫ তারিখে দেশে ফিরবেন বলে জানা গেছে।

আরও পড়ুন