
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য “অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান” একটি উচ্চপর্যায়ের সরকারি সফরে অংশ নিতে ৫ দিনের জন্য চীনের উদ্দেশ্যে যাত্রা করেছেন।
তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের নেতৃত্বে ২০ সদস্যবিশিষ্ট এক প্রতিনিধি দলের সদস্য হিসেবে আজ (৬ জুলাই ২০২৫) সকালে কুনমিংয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
চীনা সরকারের আমন্ত্রণে আয়োজিত এ সফরের মূল লক্ষ্য হলো চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে দ্বিপাক্ষিক শিক্ষা ও গবেষণা কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণ করা।
সফরকালে অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান চীনের খ্যাতনামা উনান বিশ্ববিদ্যালয়, হুয়াজং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, উহান বিশ্ববিদ্যালয় এবং সান ইয়াৎসেন বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবেন বলে জানা গেছে।
এ সকল বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বৈঠকের মাধ্যমে দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের বিষয়ে মতবিনিময় করা হবে, যা ভবিষ্যতে যৌথ গবেষণা, শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় এবং একাডেমিক উন্নয়ন কর্মকাণ্ডে উভয় দেশের প্রতিষ্ঠানসমূহকে উপকৃত করবে।
উপাচার্য এই সফরে ইউনান, হুবেই ও গুয়াংডং প্রদেশের প্রাদেশিক শিক্ষা কর্তৃপক্ষ, জাদুঘর, সাংস্কৃতিক কেন্দ্র এবং অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান পরিদর্শনের সুযোগ পাবেন।
এ ধরনের প্রতিষ্ঠান পরিদর্শনের মাধ্যমে সাংস্কৃতিক ও শিক্ষা বিনিময়ের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে এই সফর গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কাঠামোকে আরও গতিশীল ও বৈশ্বিক মানদণ্ডে উন্নীত করতে এই সফর বিশেষ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহল আশাবাদী।
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান আগামী ১১ জুলাই ২০২৫ তারিখে দেশে ফিরবেন বলে জানা গেছে।