সেপ্টেম্বর ২১, ২০২৪

শনিবার ২১ সেপ্টেম্বর, ২০২৪

হঠাৎ চোখে ব্যথা শুরু, নষ্ট হয়ে গেল ডেঙ্গু আক্রান্ত নারীর চোখ!

Sudden pain in the eyes, the eyes of dengue-affected women were destroyed!
হঠাৎ চোখে ব্যথা শুরু, নষ্ট হয়ে গেল ডেঙ্গু আক্রান্ত নারীর চোখ!। ছবি: সংগৃহীত

বাংলাদেশের মতো প্রতিবেশী দেশ ভারতেও ডেঙ্গু দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এবার দেশটিতে ডেঙ্গু নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। ডেঙ্গুতে আক্রান্ত এক রোগীর চোখ নষ্ট হয়ে এমন উদ্বেগ সৃষ্টি হয়। এতে আক্রান্ত হলে লিভার-কিডনিতে প্রভাব পড়লেও এবার চোখে সমস্যা নতুন চিন্তার কারণ হয়েছে।

এবিপিএন আনন্দের এক খবরে বলা হয়, উনচল্লিশ বছর বয়সের পম্পা শর্মা নামে এক নারী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর, হঠাৎ তার চোখে ব্যথা শুরু হয়। এরপর এক চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন তিনি।

জানা যায়, ডেঙ্গু রিপোর্ট পজিটিভ এলে গত ১২ অগাস্ট জ্বর নিয়ে স্থানীয় কেপিসি মেডিকেলে ভর্তি হন পম্পা। ১৮ আগস্ট তার হাসপাতাল থেকে রিলিজ দেওয়ার কথা ছিল। কিন্তু এর আগের দিন সকাল থেকেই ডান চোখের পেছন দিকে ব্যথা অনুভব করেন তিনি। ১৮ অগাস্ট সন্ধ্যা থেকে ব্যথা মারাত্মক হয়ে চোখের দৃষ্টি ক্ষীণ হতে থাকে। এর এক ঘণ্টার মধ্যেই ডান চোখে দেখা বন্ধ হয়ে যায়। পরের দিন হাসপাতাল থেকে ওই নারীকে শঙ্কর নেত্রালয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা জানান, তার ডান চোখে অপারেশন করে মণি বের করে না আনলে বাঁ চোখও নষ্ট হয়ে যাবে। পরে তার চোখের অপারেশন করা হয়।

এদিকে এ ঘটনা ঘিরে কী বলছেন চিকিৎসরা

চিকিৎসক অরিন্দম বিশ্বাস জানিয়েছেন, ডেঙ্গুতে চোখ নষ্ট হতে পারে, এটা খুব বিরল ঘটনা। ২০১৯ সালে দিল্লিতে এই ধরনের ঘটনার উল্লেখ আছে। লিভার-কিডনি যেমন আক্রান্ত হয়, সেরকম চোখও হতে পারে।