শুক্রবার ১৮ জুলাই, ২০২৫

সৌদিতে আবাসিক ফ্ল্যাটে দেহব্যবসা, ৭ নারীসহ ১২ প্রবাসী গ্রেপ্তার

Rising Cumilla -Prostitution in residential flat in Saudi Arabia, 12 expatriates including 7 women arrested
ছবি: সংগৃহীত

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শহর নাজরানে একটি আবাসিক অ্যাপার্টমেন্টে গোপনে দেহব্যবসার অভিযোগে সাত নারীসহ মোট ১২ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি পুলিশ। সম্প্রতি সৌদি দৈনিক আল রিয়াদ ও গালফ নিউজ তাদের প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, জননৈতিকতা লঙ্ঘন এবং মানবপাচারবিরোধী অভিযানের অংশ হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। নাজরান পুলিশের স্পেশাল টাস্কস অ্যান্ড ডিউটিজ ফোর্স জেনারেল ডিরেক্টরেট অব কমিউনিটি সিকিউরিটি এবং অ্যান্টি-হিউম্যান ট্র্যাফিকিং ইউনিটের সাথে সমন্বিতভাবে এই অভিযান সফল করে।

গ্রেপ্তারকৃতদের বর্তমানে হেফাজতে নেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। তবে, গ্রেপ্তারকৃতদের জাতীয়তা বা তদন্তের বিস্তারিত তথ্য এখনো কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, সৌদি আরবে দেহব্যবসা কঠোরভাবে নিষিদ্ধ। এ ধরনের অভিযানে প্রায়শই দেখা যায় যে কিছু ব্যক্তি জোরপূর্বক বা প্রতারণার শিকার হয়ে এসব অবৈধ কার্যক্রমে জড়িত হয়। তাই, বর্তমান মামলাটিতেও মানবপাচারের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এই মামলাটি বর্তমানে পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন