
দেশজুড়ে অব্যাহত নারী সহিংসতা, খুন, ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণের কোটবাড়ি বিশ্বরোড এলাকায় মহাসড়ক অবরোধ করে “বাংলা ব্লকেড” কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। মহাসড়ক অবরোধ শেষে ভিক্টোরিয়া কলেজ শিক্ষার্থী সোহাগী জাহান তনুসহ সকল ধর্ষণের বিচার ও তিন দিনের মধ্যে ট্রাইব্যুনাল গঠনসহ ৩ দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা।
সোমবার (১০ই মার্চ) সকাল সাড়ে ১১ টার দিকে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে মহাসড়কে অবস্থান নিয়ে এই অবরোধ করেন শিক্ষার্থীরা।
এই কর্মসূচিতে কুমিল্লা মর্ডান হাই স্কুল, কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা মহিলা কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজসহ বিভিন্ন সরকারি-বেসরকারি স্কুল-কলেজের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নেন।
শিক্ষার্থীরা স্লোগান দেন, “আমি কে তুমি কে আছিয়া,আছিয়া” ‘একটা একটা ধর্ষক ধর,ধইরা ধইরা জবাই কর’,‘ধর্ষকের সাজা একটাই মৃত্যু চাড়া কথা নাই’, ‘ডিজিটাল বাংলাদেশ চাই না, নিরাপদ বাংলাদেশ চাই’, ‘ধর্ষক সমাজের ঘুন পোকা আর ধর্ষণ হলো ব্যাধি’, ধর্ষকের ঠাঁই নাই আমার সোনার বাংলায়’সহ বিভিন্ন স্লোগানে মুখরিত।
এসময় শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে অবস্থান করে সড়ক অবরোধ করেন। প্রায় দুই ঘণ্টা লাগাতার অবরোধের পর শিক্ষার্থীরা মহাসড়ক ত্যাগ করেন৷
এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে যাত্রীরা।
পরে অবরোধ শেষে যান চলাচল স্বাভাবিক হয়।
ময়নামতি হাইওয়ে অফিসার ইনচার্জ ইকবাল বাহার বলেন, ‘২ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।’