
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ইব্রাহিমপুর ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রিয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি’র সদস্য কে এম মামুন অর রশিদ বলেন, সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নেতৃত্বে সজাগ থাকতে হবে। একটি মহল বিভিন্ন ভাবে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করতেছে। তারা পিআর চায়, যা এদেশের মানুষ বুঝে না। আমি দীর্ঘ ৪০ বছর ধরে রাজনীতি করে আসছি। আমি উপজেলার প্রতিটি ইউনিয়নে, ওয়ার্ডে কৃষক দলের কমিটি করছি যাতে ধানের শীষের ভোট কেউ চুরি করতে না পারে। যাতে কৃষকের ভাগ্য বদল করতে পারি।
শনিবার (১৬ আগষ্ট ২০২৫) বিকালে ইব্রাহিমপুরের পালবাড়ি বাজারে এই দ্বি-বার্ষিক সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে।
এতে ইউনিয়ন কৃষকদলের আহবায়ক মোঃ নরু মিয়া’র সভাপতিত্বে ও সদস্য সচিব নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী কে. এম মামুন অর রশিদ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম, উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সদস্য সচিব জিল্লুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক মো. আল আমিন, উপজেলা কৃষকদলের সদস্য সচিব মো. আনোয়ার হোসেন বাবুল, নবীনগর পৌর কৃষকদলের আহবায়ক আনোয়ার হোসেনসহ অন্যান্যরা।