সিরাজগঞ্জে ‘সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট (সাকমিড)’ এর আয়োজনে ‘ডিজিটাল মাধ্যমে নারী ও তরুণীদের প্রতি সহিংসতা, ঝুঁকি ও সুরক্ষায় করণীয়: চাহিদা যাচাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জের ইট এন্ড ট্রীট (রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার), এস এস রোড, খেদন সরদার মোড়-এ এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
বাংলাদেশে অবস্থিত নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে পরিচালিত “ডিজিটাল ঝুঁকি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সচেতনতা বাড়ানোর মাধ্যমে প্রচারমাধ্যম কর্মী, ছাত্রী ও সংখ্যালঘু জনগোষ্ঠীর নারীদের ক্ষমতায়ন” প্রকল্পের আওতায় এ সভাটি অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ জেলায় এই প্রকল্প বাস্তবায়নে স্থানীয় এনজিও পার্টনার হিসেবে কাজ করছে কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন।
বাংলাদেশের প্রেক্ষাপটে ডিজিটাল মাধ্যমে তরুণীদের ঝুঁকি মোকাবিলা ও নিরাপত্তা সংকট নিরসনে এই মতবিনিময় সভায় অংশ নেন সিরাজগঞ্জ শহরের বিভিন্ন স্তরের সমাজকল্যাণমূলক সংস্থার প্রতিনিধি, অধ্যাপক, শিক্ষক-শিক্ষার্থী, উদ্যোক্তাসহ সমাজের বিভিন্ন স্তরের অংশীজন।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট-এর ডেপুটি ডিরেক্টর সৈয়দ কামরুল হাসান ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা ডিজিটাল মাধ্যমে নারীদের বর্তমান পরিস্থিতি, ডিজিটাল বিষয়ে দক্ষতার অভাব, নিরাপত্তা ঝুঁকি ও সুরক্ষার উপায় নিয়ে আলোচনা করেন। দলভিত্তিক আলোচনার মাধ্যমে অংশগ্রহণকারীরা বিভিন্ন চ্যালেঞ্জ ও সমাধান তুলে ধরেন।
মতবিনিময় সভায় আলোচকরা বলেন, যেকোনো ধরনের ডিজিটাল হয়রানির শিকার হলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা জরুরি, পাশাপাশি ডিজিটাল জ্ঞান ও নিরাপত্তা সম্পর্কেও সঠিক ধারণা থাকতে হবে। বর্তমানে প্রযুক্তিগত শিক্ষার অভাবের কারণে অনেক নারী ও তরুণী ডিজিটাল মাধ্যমে বিভিন্ন ঝুঁকির সম্মুখীন হন। তাই নারীদের জন্য প্রযুক্তিগত দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এছাড়া, নিরাপত্তা নারীদের মৌলিক অধিকার হলেও অনেক ক্ষেত্রেই তারা ডিজিটাল সহিংসতার শিকার হন এবং যথাযথ সহায়তা পান না। নারীদের প্রতি সহিংসতা কমাতে ডিজিটাল দক্ষতা বৃদ্ধি করা প্রয়োজন, বিশেষ করে মফস্বল শহরে বসবাসকারী নারীদের জন্য ডিজিটাল নিরাপত্তা ও প্রযুক্তিগত সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এজন্য সকল পর্যায়ের প্রতিষ্ঠান, সমাজকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীকে একযোগে কাজ করতে হবে, যাতে নারীরা নিরাপদ ডিজিটাল পরিবেশে চলাফেরা করতে পারেন এবং আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারেন।
আগামী এক বছর ‘সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট (সাকমিড)’ কুমিল্লা, খুলনা ও সিরাজগঞ্জে এই প্রকল্প নিয়ে কাজ করবে। এই কর্মসূচির মাধ্যমে নারী ও তরুণীদের ডিজিটাল ঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও দক্ষতা উন্নয়ন করা হবে।
সভায় অংশগ্রহণকারীরা ডিজিটাল মাধ্যমে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান।