
ঢাকা ও কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার (২২ মে) কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্রধান ফটকে এক শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
শিক্ষার্থীদের প্রধান দাবি, সারাদেশের কারিগরি প্রতিষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান।
মানববন্ধনে শিক্ষার্থীরা তাঁদের ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন। সিভিল টেকনোলজির ৭ম সেমিস্টারের ছাত্র আবু রুজিন বলেন, “কক্সবাজার ও ঢাকায় যা ঘটেছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আজকের হামলা আমাদের সবার উপর আঘাত। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি জানাচ্ছি—শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত হোক, দোষীরা শাস্তি পাক।”
পাওয়ার টেকনোলজি, ৫ম সেমিস্টারের শিক্ষার্থী সোহাগ মোল্লা এই হামলাকে কেবল একটি প্রতিষ্ঠানের বিষয় নয়, বরং দেশের সব কারিগরি শিক্ষার্থীর অধিকার ও মর্যাদার প্রশ্ন হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “আমরা চাই একটি নিরাপদ, বৈষম্যহীন পরিবেশ—যেখানে ভয় নয়, শিক্ষা হবে মুখ্য।”
মেকানিক্যাল বিভাগের শিক্ষার্থী ওমায়েত হাসান প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “আমাদের কণ্ঠ রোধ করে নয়, বরং কথা শুনেই সমস্যার সমাধান করতে হবে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি—ছাত্রদের দাবি অবজ্ঞা নয়, বরং গুরুত্ব দিয়ে দেখুন।”
শিক্ষার্থীদের ৩টি প্রধান দাবি হলো:
১. সারাদেশের কারিগরি প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা।
২. হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।
৩. কারিগরি শিক্ষাকে বৈষম্যমুক্ত, মর্যাদাপূর্ণ ও নিরাপদ করা।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট প্রশাসনের প্রতি আহ্বান জানান, কারিগরি শিক্ষার পরিবেশ যেন সহিংসতা নয়, বরং সহযোগিতা ও মানবিকতা দ্বারা পরিচালিত হয়।