
কুমিল্লার লাকসাম উপজেলায় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগে রবিউল হোসেন রবু (৪৫) নামের এক বিএনপি নেতাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তার ডিলারশিপ বাতিল করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
ঘটনাটি ঘটে বুধবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর বাজারে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিউল হোসেনের এক আত্মীয়ের ঘর থেকে ৩৫০ কেজি সরকারি চাল উদ্ধার করা হয়।
দণ্ডপ্রাপ্ত রবিউল হোসেন রবু গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক (চৈতি কালাম গ্রুপ) এবং গোবিন্দপুর পশ্চিমপাড়ার মৃত সফি উল্লাহর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিউল দীর্ঘদিন ধরে গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর বাজারের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। বুধবার বিকেলে তিনি বিতরণের জন্য বরাদ্দকৃত ৩৫০ কেজি সরকারি চাল নিজের দায়িত্বে না রেখে পাশের বাড়ির এক আত্মীয়ের ঘরে ‘ধান’ বলে জমা রাখেন। এলাকাবাসীর সন্দেহ হলে তারা বিষয়টি স্থানীয়ভাবে খোঁজখবর নেন এবং নিশ্চিত হন যে সেগুলো সরকারি চাল।
অবস্থা বেগতিক দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। এরপর স্থানীয় লোকজন চাল বহনকারী রিকশাচালক সফিকুর রহমানকে আটক করে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ। তিনি সেখান থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৫০ কেজি চাল জব্দ করেন এবং অভিযুক্ত ডিলার রবিউলকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে রবিউল চাল বিতরণে গড়িমসি এবং আত্মসাতের উদ্দেশ্যে সেখানে রাখার কথা স্বীকার করেন।
পরে রাত ১১টার দিকে ইউএনও কাউছার হামিদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রবিউল হোসেন রবুকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে ইউএনও কাউছার হামিদ বলেন, “জিজ্ঞাসাবাদে অভিযুক্ত রবিউল চাল বিতরণ না করে আত্মসাতের উদ্দেশ্যে নিয়ে আসার বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় তার ডিলার লাইসেন্স বাতিল করা হবে বলেও জানান এই নির্বাহী কর্মকর্তা।”