এশিয়া কাপে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করেছে বাংলাদেশ। ব্যাট হাতে দলকে নেতৃত্ব দিয়েছেন মিরাজ-শান্তরা। এশিয়া কাপে রেকর্ডগড়া জুটির পথে সেঞ্চুরি পেয়েছেন এই দুই ব্যাটার।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মেহেদি মিরাজ বলেন, সবাই ভালো খেলেছে। আর ম্যাচের আগের রাতে আমাকে বলা হলো ওপেনিংয়ে ব্যাট করতে হবে। আমিও তাতে সম্মতি দিই।
এছাড়াও আফগানদের বিপক্ষে ম্যাচসেরা হওয়া মেহেদি মিরাজ ওপেনিংয়ে সুযোগ দেয়ায় টিম ম্যানেজমেন্ট ও অধিনায়ককে কৃতজ্ঞতা জানালেন তিনি। জানালেন, ব্যাটিংয়ের জন্য উইকেট বেশ ভালো ছিল।
এদিকে, এশিয়া কাপ মিশনে নিজেদের প্রথম ম্যাচে শোচনীয় হারে ব্যাকফুটে আফগানিস্তান। বাংলাদেশের ব্যাটারদের প্রশংসার পাশাপাশি নিজ দলের বোলারদের দুষলেন আফগানিস্তানের সহকারী কোচ রইস আহমেদজাই। বিশেষ করে পেসারদের পারফরমেন্সে হতাশ তিনি।