শনিবার ৬ সেপ্টেম্বর, ২০২৫

শোয়েব-সানা দম্পতির নতুন ছবি ভাইরাল!

রাইজিং স্পোর্টস

Shoaib Malik and Sana Javed
ছবি: ইনস্টাগ্রাম

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ব্যস্ততার মধ্যেই ক্রিকেটার শোয়েব মালিক ও অভিনেত্রী সানা জাভেদ দম্পত্তি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের নতুন ছবি শেয়ার করে আলোচনায় এসেছেন।

সানা জাভেদ তার অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শোয়েব মালিকের সঙ্গে তোলা ছবিগুলো পোস্ট করেন। ছবিতে শোয়েব-সানা দম্পতির পাশাপাশি ফাস্ট বোলার হাসান আলি এবং ক্রিকেটার মুহাম্মদ নওয়াজকেও দেখা গেছে। খবর সামা টিভির।

সানা জাভেদের পোস্ট অনুযায়ী, ছবিগুলো গত ৭ মার্চ ইসলামাবাদে তোলা হয়েছিল। পোস্টের ক্যাপশনে তিনি হাসান আলি ও মুহাম্মদ নওয়াজকেও ট্যাগ করেছেন।

উল্লেখ্য, সানা জাভেদ ও শোয়েব মালিক গত ২০ জানুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন। এর আগে শোয়েব মালিক ভারতের টেনিস তারকা সানিয়া মির্জাকে বিয়ে করেছিলেন।

সানা জাভেদ ২০২০ সালে পাকিস্তানের সংগীতশিল্পী উমাইর জয়সওয়ালকে বিয়ে করেছিলেন।

আরও পড়ুন