মে ১৫, ২০২৫

বৃহস্পতিবার ১৫ মে, ২০২৫

শেষ হতে হচ্ছে একাদশ শ্রেণির অনলাইনে টিসির আবেদন

Board of Intermediate and Secondary Education, Dhaka
ছবি: সংগৃহীত

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার আওতাধীন কলেজগুলোতে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের টিসি (ট্রান্সফার সার্টিফিকেট), বিষয় পরিবর্তন, গ্রুপ পরিবর্তন, ছবি সংশোধন এবং ভর্তি বাতিলের জন্য অনলাইনে আবেদনের সময়সীমা আগামীকাল বৃহস্পতিবার (১৬ মে) শেষ হচ্ছে। এরপর আর কোনো আবেদন গ্রহণ করা হবে না।

ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. রিজাউল হক জানিয়েছেন, শিক্ষার্থীদের সুবিধার্থে এই অনলাইন কার্যক্রমের সময়সীমা পূর্বে ২৪ এপ্রিল পর্যন্ত নির্ধারিত থাকলেও তা বাড়িয়ে ১৫ মে পর্যন্ত করা হয়েছিল। এই সময়ের মধ্যে আগ্রহী শিক্ষার্থীরা বোর্ডের ওয়েবসাইটে (উল্লেখ করতে পারলে ভালো) গিয়ে তাদের প্রয়োজনীয় পরিবর্তন বা টিসির জন্য আবেদন করতে পারবে।

তিনি আরও জানান, এর আগে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের টিসি এবং বিটিসি কার্যক্রম গত ৩০ এপ্রিল সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, একাদশ শ্রেণিতে ভর্তির প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হলেও অনেক শিক্ষার্থী ভর্তির পরবর্তীতে তাদের বিষয়, পছন্দের গ্রুপ অথবা কলেজ পরিবর্তন করতে আগ্রহী হয়। আগে এই পরিবর্তনের জন্য শিক্ষার্থীদের সরাসরি কলেজ বা শিক্ষা বোর্ডে গিয়ে আবেদন করতে হতো, যা বেশ সময়সাপেক্ষ এবং ভোগান্তিকর ছিল। তবে, বর্তমানে এই সেবাগুলো অনলাইনে হওয়ায় শিক্ষার্থীরা ঘরে বসেই সহজে আবেদন করতে পারছেন।

আরও পড়ুন