জানুয়ারি ২৩, ২০২৫

বৃহস্পতিবার ২৩ জানুয়ারি, ২০২৫

শীতে কাঁপছে কুমিল্লা, তাপমাত্রা নামলো ১৪ ডিগ্রিতে

শীতে কাঁপছে কুমিল্লা, তাপমাত্রা নামলো ১৪ ডিগ্রিতে
শীতের সকালের পুরাতন ছবি/সংগৃহীত

গত কয়েকদিন ধরে কুমিল্লা নগরীতে শীতের অনুভূতি তেমন একটা ছিল না। তবে বুধবার (২২ জানুয়ারি) রাত থেকে হঠাৎ চিত্র পাল্টে যায়। এ অবস্থায় আজ সকাল থেকেই কুয়াশার চাদরে মুড়িয়ে রয়েছে কুমিল্লা। আর তাতে সকাল থেকেই গত কয়েকদিনের তুলনায় আজ শীত একটু বেশি অনুভূত হচ্ছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) কুমিল্লার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

সরেজমিনে দেখা যায়, কুমিল্লার কিছু জায়গা ঘন কুয়াশার চাদরে মোড়া। কুয়াশায় ভিজে আছে সড়ক। সকাল ৮টায়ও সূর্যের দেখা নেই। ঘন কুয়াশা আর মেঘের আড়ালে ঢাকা পড়েছে সূর্য। কোথাও কোথাও পরিবহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলছে।

সপ্তাহের শেষ কর্মিদিবস হওয়ায় রাস্তা-ঘাটে মানুষের চলাচল বাড়ছে। তবে থেমে নেই কর্মজীবী মানুষের চলাচল। চাকরিজীবীরা নির্ধারিত সময়েই বেরিয়ে পড়েছেন রাস্তায়। পর্যাপ্ত গরম কাপড় না পরে বের হওয়া মানুষেরা পড়েছেন ভোগান্তিতে।

এছাড়া বেশি বিপাকে পড়েছেন খেটেখাওয়া ও ছিন্নমূল মানুষেরা। তাদের শীতে নিবারণের জন্য পর্যাপ্ত কাপড়ও নেই। আবার ঘরে বসে থাকারও উপায় নেই।

বাইরে বের হওয়া কয়েকজন বলেন, এবার শীতটা কেমন যেন অদ্ভুত আচরণ করছে। হঠাৎ শীত বাড়ছে আবার কমছে। আজ আবার দেখা যাচ্ছে কুয়াশা অনেক বেশি।

এদিন আজ কুমিল্লার সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ২৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে, তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

তবে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এছাড়া পাঁচদিনের প্রথম দিকে রাত ও দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।