ডিসেম্বর ২৬, ২০২৪

বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর, ২০২৪

শাহজালাল বিমানবন্দরে ৩০ কোটি টাকার সোনা উদ্ধার

Gold worth Tk 30 crore recovered at Shahjalal airport
শাহজালাল বিমানবন্দরে ৩০ কোটি টাকার সোনা উদ্ধার। ছবি: সংগৃহীত

রাজধানীর হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি ফ্লাইটের ১১টি সিটের নিচ থেকে ২৬ কেজি সোনা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সোনার দাম আনুমানিক ৩০ কোটি টাকা।

আজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমস হাউসের উপ-কমিশনার (প্রিভেনটিভ) মোকাদ্দিস হোসেন।

তিনি জানান, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেওয়া গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের ই কে-৫৮৪ ফ্লাইটে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিমানের ১১টি আসনের নিচ থেকে ৯৮টি ডিম্বাক্তির সোনার পেস্ট উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণ পেস্টের ওজন প্রায় ২৬ কেজি, যার আনুমানিক বাজার মূল্য ৩০ কোটি টাকা।

মোকাদ্দিস হোসেন আরও জানায়, উদ্ধার করা সোনাগুলো মালিক বিহীন অবস্থায় পাওয়া যায়। এগুলোর পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।