ডিসেম্বর ২৬, ২০২৪

বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর, ২০২৪

শপথ নিয়েই নগরবাসীকে জলাবদ্ধতা থেকে মুক্তির অঙ্গীকার চট্টগ্রাম সিটির নতুন মেয়রের

Rising Cumilla - Shahadat Hossain
ছবি: সংগৃহীত

আজ রোববার (৩ নভেম্বর) সকালে মেয়র হিসেবে শপথ নিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মেয়র ডা. শাহাদাত হোসেন। শপথ পড়িয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় এবং ভূমি (এলজিআরডি) উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

শপথ নিয়েই জলাবদ্ধতা থেকে নগরবাসীকে মুক্তি দেওয়ার অঙ্গীকার করেছেন তিনি।

সকালে মেয়র হিসেবে শপথ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই অঙ্গীকার করেন।

শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামের জলাবদ্ধতা দীর্ঘদিনের সমস্যা। এই সংকট নিরসন করে চট্টগ্রামকে পরিকল্পিত শহর হিসেবে গড়ে তোলা হবে।

তিনি বলেন, জঙ্গি ও সন্ত্রাসের কথা বলে, দেশের পর্যটন খাতকে পিছিয়ে দেওয়া হয়েছে। এ খাতকে ঠিকমত ব্যবহার করা যায়নি।

নতুন এই মেয়র বলেন, জিডিপিতে বড় অবদান চট্টগ্রামের। সে কারণে এই শহরের অবকাঠামোগত উন্নয়ন করতে হবে। আশা রাখি, প্রধান উপদেষ্টা এদিকে নজর দেবেন।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে শাহাদাত হোসেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র হিসেবে শপথ নেন। অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।