ডিসেম্বর ২৬, ২০২৪

বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর, ২০২৪

রাশিয়ান সামরিক নেতৃত্বের পতন ঘটানোর প্রতিশ্রুতি ওয়াগনার প্রধানের

Wagner chief vows to topple Russian military leadership
রাশিয়ান সামরিক নেতৃত্বের পতন ঘটানোর প্রতিশ্রুতি ওয়াগনার প্রধানের। ছবি: সংগৃহীত

ওয়াগনার ভাড়াটে গোষ্ঠীর প্রধান শনিবার রুশ সামরিক নেতৃত্বের পতন ঘটাতে ‘চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার’ প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। 

ওয়াগনার প্রধান তার লোকদের উপর হামলা চালানোর জন্য রুশ বাহিনীকে অভিযুক্ত করেছেন। তবে রাশিয়ার প্রসিকিউটর জেনারেল বলেছেন, ‘সশস্ত্র বিদ্রোহের’ অভিযোগে ওয়াগনার প্রধানের বিরুদ্ধে তদন্ত চলছে।

ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোঝিন (৬২) এক অডিও বার্তায় বলেছেন, ‘আমরা এগিয়ে যাচ্ছি এবং আমরা শেষ পর্যন্ত যাব।’
গত বছর ইউক্রেনে আক্রমণ শুরু হওয়ার পর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামনে সবচেয়ে সাহসী চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, ‘আমাদের পথে যা কিছু দাঁড়াবে আমরা তা ধ্বংস করব।’

পরে তিনি দাবি করেন, তার বাহিনী রাশিয়ার একটি সামরিক হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে।
তিনি বলেন, ‘একটি হেলিকপ্টার এইমাত্র একটি বেসামরিক এলাকায় গুলি চালিয়েছে। পিএমসি ওয়াগনারের ইউনিটগুলো এটিকে গুলি করে ভূপাতিত করেছে।’