নভেম্বর ৫, ২০২৪

মঙ্গলবার ৫ নভেম্বর, ২০২৪

যৌথ বাহিনীর অভিযানে কুমিল্লা সিটির সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

RisingCumilla.Com - Former councilor of Cumilla city arrested in operation of joint forces
ছবি: সংগৃহীত

কুমিল্লা সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপির বহিষ্কৃত নেতা বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

আজ সোমবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় কুমিল্লা জেলা পরিষদ অফিস প্রাঙ্গণ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার কোতোয়ালি ওসি মহিনুল ইসলাম।

এ বিষয়ে কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, যৌথ বাহিনী তাকে (বিল্লাল হোসেন) আইনশৃঙ্খলা বিঘ্নকারী হিসেবে উল্লেখ করে গ্রেপ্তার করেছে। পরে আমাদের কাছে হস্তান্তর করেছে। তাকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। তার নামে আগের একাধিক থানায় মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বিল্লাল হোসেনের বিরুদ্ধে ২০১৭ সালের নির্বাচনে হলফনামায় ২০ মামলার তথ্য উল্লেখ রয়েছে। যার মধ্যে রয়েছে অস্ত্র, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।