ডিসেম্বর ৫, ২০২৪

বৃহস্পতিবার ৫ ডিসেম্বর, ২০২৪

মুস্তাফিজ আইপিএল ছাড়ছেন, চেন্নাইয়ের হতাশা!

Mustafizur Rahman in IPL
ছবি: সংগৃহীত

চেন্নাই সুপার কিংসের হয়ে চলতি আইপিএলে দুর্দান্ত পারফর্ম করার পর জাতীয় দলের ডাকে সাড়া দিয়ে আইপিএল ছাড়ছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান।

২৯ রানে ৪ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছিলেন তিনি পাঞ্জাব কিংসের বিপক্ষে প্রথম ম্যাচেই। আজ বুধবার (১ মে) রাত ৮টায় চিদাম্বরাম স্টেডিয়ামে পাঞ্জাবের বিপক্ষে খেলে শেষ হবে মুস্তাফিজের আইপিএল অধ্যায়।

চলমান আইপিএলে ১৪ উইকেট শিকার করেছেন মুস্তাফিজ।

চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিং মুস্তাফিজের চলে যাওয়াকে হতাশাজনক বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, “মুস্তাফিজের পারফরম্যান্স দুর্দান্ত। এই কন্ডিশনে সে দারুণ, বিশেষ করে স্লো উইকেটে। ফিজ দারুণ ফর্মে আছে। তার চলে যাওয়াটা আমাদের জন্য অত্যন্ত হতাশাজনক। তবে অবশ্যই দেশের স্বার্থ আগে। তবে মুস্তাফিজ দারুণ একটা আইপিএল কাটিয়েছে।”

শিশির ভেজা উইকেটেও মুস্তাফিজের মানিয়ে নেয়ার ব্যাপারটা অবাক করেছে ফ্লেমিংকে। তিনি বলেন, “মুস্তাফিজ এমন কন্ডিশনেও অসাধারণ করেছে যেটা তার বোলিংয়ের সাথে খাপ খায় না। এ উইকেটগুলোতে প্রচুর প্রেস থাকে এবং শিশির থাকে। তার মানিয়ে নেয়াটা দুর্দান্ত হয়েছে। আমরা বুঝতে পারছি যে আন্তর্জাতিক দায়িত্বটা সবার আগে।”