
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের সুস্থতা কামনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী দোয়া মাহফিলের আয়োজন করেছে।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে নগরীর ফারুকী হাউসে অবস্থিত জামায়াতের কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগরী সেক্রেটারি মু. মাহবুবর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও মহানগরী জামায়াতের নায়েবে আমীর মু. মোছলেহ উদ্দিন, মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মু. কামারুজ্জামান সোহেল, দপ্তর সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য মোহাম্মদ হোসাইন, মাওলানা লুৎফুর রহমান খান মাসুম প্রমুখ।