জানুয়ারি ৩, ২০২৫

শুক্রবার ৩ জানুয়ারি, ২০২৫

মা হতে পারবেন না রাখি

মা হতে পারবেন না রাখি
মা হতে পারবেন না রাখি । ছবি: সংগৃহীত

রাখি সাওয়ান্ত অভিযোগ তুলেছিলেন যে তার স্বামী আদিল দুরানির পেটে লাথি মেরে গর্ভের সন্তানকে নষ্ট করেছেন।

২০২২ সালে ইসলাম ধর্ম গ্রহণ করে গোপনে বিয়ে করেন রাখি-আদিল। চলতি বছররে শুরুর দিকে আদিলের সঙ্গে নিজের জীবনের নতুন ইনিংস শুরু করার খবরটি প্রকাশ্যে আনেন এই অভিনেত্রী।তারপর বেশিদিন সুখী জীবনযাপন করেন নাই।মাস খানেকের মধ্যেই তার বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা, প্রতারণাসহ একাধিক অভিযোগ এনে স্বামী আদিলের বিরুদ্ধে মামলা করেন রাখি। থানা-পুলিশ হয়ে আদালত পর্যন্ত গড়ায় সেই মামলা। জেলও খাটতে হয় আদিলকে। এই ঘটনার পরেই ডিভোর্সের মামলা করেন এই অভিনেত্রী।

গত জুলাই মাসে জেল থেকে ছাড়া পান আদিল। আর জেল থেকে বেরিয়েই সম্প্রতি সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিক ভাবে রাখির সব অভিযোগের কড়া জবাব দেন তিনি। এ সময় রাখির সন্তান নষ্ট করার অভিযোগ নিয়েও মুখ খোলেন আদিল।

আদিল জানান, রাখি কেন কোনো মহিলাকেই অপমান করার শিক্ষা পরিবার থেকে তিনি পাননি। এ ছাড়াও তিনি বলেন, চিকিৎসকরা নাকি আগেই জানিয়েছিলেন, রাখি মা হতে পারবেন না।

আদিল আরও বলেন, রাখির সঙ্গে যখন ছিলাম গর্ভপাতের কথা ও আমাকে বলে। সেই সময় ৬-৭ দিন হাসপাতালে ভর্তি ছিল। কারণ ওর জরায়ুতে সমস্যা ছিল। ও কোনো দিনই মা হতে পারবে না বলে জানতে পারি। কারণ, কিছু জটিলতা থাকায় ওর জরায়ু কেটে বাদ দেওয়া হয়।