নভেম্বর ২৪, ২০২৪

রবিবার ২৪ নভেম্বর, ২০২৪

মহাসড়ক অবরোধ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের, তীব্র যানজট

সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে দ্বিতীয়দিনের মতো ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। এতে কয়েক কিলোমিটার এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

আজ রোববার (৭ জুলাই) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিক্ষোভ শুরু করেন তারা। পরে বিক্ষোভটি মহাসড়কের কোটবাড়ি বিশ্বরোড এলাকায় এসে তীব্র আকার ধারণ করে।

এ সময় তারা ‘লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘আমার সোনার বাংলায় বৈষ্যমের ঠাঁই নাই’, ‘লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছেন।

এ বিষয়ে জানতে চাইলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, ২০১৮ সালের যে পরিপত্র সেটার বাস্তবায়ন আমরা চাই। সরকারি চাকরিতে এই বৈষম্য দূর করতে হবে এবং মেধার ভিত্তিতে নিয়োগ চাই।

সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া খানম বলেন, ছাত্রদের আমরা বুঝানো চেষ্টা করছি। কিন্তু তারা কোনো কথা শুনছে না।

আন্দোলনকারীদের শান্ত করার চেষ্টা করছেন বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এ কে এম মারুফ। তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক সদস্য উপস্থিত আছেন। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি।’