আজ বৃহস্পতিবার (৭ মার্চ) মধ্যরাত থেকে কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) মেয়র পদে উপনির্বাচনের সকল প্রকার প্রচার-প্রচারণা শেষ হচ্ছে। নির্বাচনের আর মাত্র এক দিন বাকি। ফলে ভোট নিয়ে চলছে শেষ মুহূর্তের নানা সমীকরণ। এরই মধ্যে ভোট গ্রহণ উপলক্ষে কুমিল্লা সিটিতে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
জয়ের জন্য প্রতিনিয়ত নিজেদের মতো করে কৌশল নিয়ে এগোচ্ছেন মেয়র প্রার্থীরা। কুমিল্লা সিটি কর্পোরেশন উপ-নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চার জন। কুমিল্লা সিটি কর্পোরেশনের দুইবারের সাবেক মেয়র ও বিএনপির সাবেক নেতা মনিরুল হক সাক্কু। কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহসিন বাহার সূচনা, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নূর উর রহমান মাহমুদ তানিম, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা নিজাম উদ্দিন কায়সার।
আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, কুমিল্লা সিটিতে মোট ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি কক্ষে ভোট নেয়া হবে। এবার মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪২ হাজার ৪৫৮। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ২৪ হাজার ২৭৪ এবং পুরুষ ভোটার ১ লাখ ১৮ হাজার ১৮২ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন দুইজন। পুরুষের চেয়ে নারী ভোটার ৬ হাজার ৯২ জন বেশি।
এর আগে গত নির্বাচনে কুমিল্লা সিটিতে ২০২২ সালের ১৫ জুন অনুষ্ঠিত তৃতীয় নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২ লাখ ২৯ হাজার ৯২০। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ১৭ হাজার ৯২ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮২৬ জন। হিজড়া ভোটার দুজন।
২০১৭ সালের দ্বিতীয় নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ২ লাখ ৭ হাজার ৫৬৬। এর মধ্যে পুরুষ ১ লাখ ২ হাজার ৪৪৭ এবং নারী ১ লাখ ৫ হাজার ১১৯ জন। আর ২০১২ সালের নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ১ লাখ ৬৯ হাজার ২৭৯। এর মধ্যে পুরুষ ভোটার ৮৩ হাজার ২০১ ও নারী ভোটার ৮৬ হাজার ৭৮ জন।
শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১০৫ কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে একটি পদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ।
নির্বাচনের তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত আনুষ্ঠানিক প্রচার চালাতে পারবেন প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা।