
ভোক্তাদের জন্য ফের দুঃসংবাদ। বাজারে আবারও বাড়লো সয়াবিন ও পাম তেলের দাম। ব্যবসায়ীদের ঘোষণার পর বাণিজ্য মন্ত্রণালয়ও এই দাম বৃদ্ধির অনুমোদন দিয়েছে। ফলে আজ মঙ্গলবার থেকে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা এবং পাম তেলের দাম ১২ টাকা বৃদ্ধি পেয়েছে।
দাম বৃদ্ধির ফলে এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল কিনতে ভোক্তাদের গুণতে হবে ১৮৯ টাকা, যা আগে ছিল ১৭৫ টাকা। একইভাবে, পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ৮৫২ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৯২২ টাকায়।
শুধু বোতলজাত তেলই নয়, খোলা সয়াবিন তেল এবং পাম তেলের দামেও পরিবর্তন এসেছে। নতুন দাম অনুযায়ী, এখন থেকে প্রতি লিটার খোলা সয়াবিন ও পাম তেল ১৬৯ টাকায় বিক্রি হবে, যার আগের দাম ছিল ১৫৭ টাকা।
বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন গত রবিবার এই দাম কার্যকরের বিজ্ঞপ্তি জারি করেছিল। এর একদিন পরই বাণিজ্য মন্ত্রণালয় একই দাম বৃদ্ধির ঘোষণা দেয়। বাণিজ্য সচিবের দপ্তরে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন সাংবাদিকদের কাছে দাম বাড়ানোর এই সিদ্ধান্তের কথা জানান।
এ প্রসঙ্গে বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, ব্যবসায়ীরা আগে দাম ঘোষণা করতে পারেন না। আজ দাম চূড়ান্ত করা হয়েছে। যদি তারা আগে ঘোষণা করে থাকে, তবে তা বেআইনি।
তবে এই ঘোষণার পরপরই বাণিজ্য মন্ত্রণালয় ব্যবসায়ীদের জরুরি বৈঠকে ডেকে পাঠায়। টিকে গ্রুপ, মেঘনা গ্রুপ ও সিটি গ্রুপের প্রতিনিধিদের বৈঠকে উপস্থিত থাকার জন্য চিঠি দেওয়া হয়। এছাড়াও, ট্যারিফ কমিশনের চেয়ারম্যান এবং ভোজ্যতেল কারখানা মালিক সমিতির সভাপতিকেও বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল। গতকাল সোমবার তৃতীয় দফায় অনুষ্ঠিত এই বৈঠকেই শেষ পর্যন্ত ব্যবসায়ীদের প্রস্তাবিত দাম মেনে নেওয়া হয়।
এদিকে, কারখানা মালিকদের দাবির আগেই ভোজ্যতেলের আমদানি পর্যায়ে শুল্ক কর ছাড়ের মেয়াদ ৩০ জুন পর্যন্ত বাড়ানোর সুপারিশ করে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি দিয়েছিল বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন। তবে এখন পর্যন্ত এনবিআর এ বিষয়ে কোনো সাড়া দেয়নি। এর আগে, গত বছরের ৯ ডিসেম্বর সর্বশেষ বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল, যখন প্রতি লিটারের দাম ১৭৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।