ডিসেম্বর ২৭, ২০২৪

শুক্রবার ২৭ ডিসেম্বর, ২০২৪

ভারত সীমান্তে ড্রোন মোতায়েনের খবর ভুয়া: সিএ প্রেস উইং ফ্যাক্টস

Rising Cumilla - News of drone deployment on Indian border is fake said CA Press Wing Facts
ছবি: সংগৃহীত

ভারতীয় সাপ্তাহিক ইন্ডিয়া টুডের প্রতিবেদনে ভারত সীমান্তে বাংলাদেশের পক্ষ থেকে ড্রোন মোতায়েনের যে দাবি করা হয়েছে সেটাকে ‘ভুয়া খবর’ বলে উড়িয়ে দিয়েছে চিফ অ্যাডভাইজার (সিএ) প্রেস উইং ফ্যাক্টস।

আজ শনিবার প্রেস উইং ফ্যাক্টস’র ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে, ‘এটি মিথ্যা ও বানোয়াট খবর।’

বিষয়টি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ‘নিয়মিত কার্যক্রম ছাড়া দেশের কোনো অংশে কোনো ড্রোন মোতায়েন করা হয়নি। এই খবরটি বাংলাদেশের বিরুদ্ধে পরিকল্পিত প্রচারণার অংশ ‘

প্রেস উইং ফ্যাক্টস ইন্ডিয়া টুডের প্রতিবেদনের একটি স্ক্রিনশটও পোস্ট করেছে, যার শিরোনাম ‘বাংলাদেশ কি বায়রাক্তার টিবি২ ড্রোন মোতায়েন করেছে এবং ভারত কি প্রস্তুত?’

প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারত সীমান্তে বায়রাক্তার টিবি ২ ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ।