এপ্রিল ১৯, ২০২৫

শনিবার ১৯ এপ্রিল, ২০২৫

ভর্তি পরীক্ষার সার্বিক সহযোগিতায় অনবদ্য কুবি রোভার স্কাউট

ভর্তি পরীক্ষার সার্বিক সহযোগিতায় অনবদ্য কুবি রোভার স্কাউট
ভর্তি পরীক্ষার সার্বিক সহযোগিতায় অনবদ্য কুবি রোভার স্কাউট/ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিট ও ‘এ’ ভর্তি পরীক্ষার্থীদের সার্বিক শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে রোভার স্কাউটের সদস্যরা। ভর্তি পরীক্ষার প্রতিটি কেন্দ্রের শৃঙ্খলা রক্ষা এবং কেন্দ্র সংলগ্ন রাস্তার মোড়ে শৃঙ্খলার সাথে ট্রাফিকের দায়িত্ব পালন করেছেন স্কাউট সদস্যরা।

প্রায় শতাধিক রোভার সদস্য পরীক্ষার্থীদের তাদের নিজস্ব সিটে পৌঁছাতে এবং সকল সমস্যা সমাধানে সহায়তা করেন। কেন্দ্রের বাইরে রোভার স্কাউটের সদস্যরা পরীক্ষার্থীদের ভার্সিটির নির্দেশনা মোতাবেক সাহায্য করেছেন। প্রায় শতাধিক রোভার সদস্য পরীক্ষার্থীদের তাদের নিজস্ব সিটে পৌঁছাতে এবং সকল সমস্যা সমাধানে সহায়তা করেন।

সিনিয়র রোভারমেট বাবুল মিয়া বলেন, “এই বছর স্বতন্ত্র ভর্তি পরীক্ষা হওয়ায় অন্যান্য বছরের তুলনায় ভর্তি পরীক্ষার্থীদের চাপ অনেক বেশি। আমরা স্বেচ্ছাসেবী রোভার স্কাউট এবং বিএনসিসিদের যৌথ প্রচেষ্টায় সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। আমাদের প্রায় এক শতাধিক রোভার সদস্য শিক্ষার্থীরা যেন সুস্থ ও সুন্দরভাবে পরীক্ষার হলে ঢুকতে পারে তার চেষ্টা করেছে।

গার্ল ইন সিনিয়র রোভারমেট শারমিন মেঘলা বলেন, এই বছর স্বতন্ত্র ভর্তি পরীক্ষা হওয়ায় কারণে প্রথমে ভেবেছিলাম একটু চাপ হয়ে যাবে কিন্তু যতটুকু চাপ ভেবেছিলাম তার থেকে কম মনে হচ্ছে। আমরা সুষ্ঠুভাবে আমাদের কাজগুলো করতে পারছি। এ ইউনিটে যেহেতু শিক্ষার্থী বেশি মোট ৩০ টি কেন্দ্র রয়েছে। আমাদের রোভাররা সব জায়গায় আছে আশা রাখছি সকালের মতো করে বিকেলেও সুন্দরভাবে দায়িত্ব পালন করতে পারবো।

উল্লেখ্য, শনিবার (১৯ এপ্রিল ) সকাল ১০ টায় সি ইউনিট এবং বিকাল ৩টায় এ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।