মে ১৩, ২০২৫

মঙ্গলবার ১৩ মে, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৩৮ কেজি গাঁজা উদ্ধার, আটক ২

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৩৮ কেজি গাঁজা উদ্ধার, আটক ২
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৩৮ কেজি গাঁজা উদ্ধার, আটক ২/ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

১২ মে ২০২৫ রাত ১২টা ৩০ মিনিটে বিজয়নগর থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযান চলে বিষ্ণুপুর ইউনিয়নের পশ্চিম কালাছড়া এলাকায়।

অভিযানে ৩৮ কেজি গাঁজা ও একটি মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে এগুলো জব্দ তালিকাভুক্ত করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন হরমুজ (৩১) ও সোহেল আহমদ (২৩)। তারা বিজয়নগরের কালাছড়া ও নবীনগরের মনিখারা গ্রামের বাসিন্দা।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন