
কুমিল্লাব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর দক্ষিণপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে যাওয়া চারটি পরিবারের পাশে দাঁড়িয়েছেন মাদ্রাসায়ে মোহাম্মদ রফিকুল হক ভূইঁয়া রিসোর্স সেন্টারের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও উপজেলা বিএনপির সদস্য মোঃ আরিফুল হক ভূইঁয়া।
এছাড়া বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারি এ্যাটর্নী জেনারেল এ্যাডভোকেট নুরুল হুদার পরিবারের পক্ষ থেকেও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আর্থিক সহায়তা করা হয়।
সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারি এ্যাটর্নী জেনারেল এ্যাডভোকেট নুরুল হুদার উদ্দ্যেগে ও মাদ্রাসায়ে মোহাম্মদ রফিকুল হক ভূইঁয়া রিসোর্স সেন্টারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি হাজী মোঃ আবু কাউছার, উপজেলা পরিষদ সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা হক পপি, মোঃ শামসুদ্দোহা বাবু, মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মোঃ মোশারফ হোসেন, মোঃ নাজমুল করিম, হাফেজ গোলাম সারোয়ারসহ অন্যান্য নের্তৃবৃন্দরা। তারা জানান, এসব ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে সার্বক্ষনিক সাহায্যে ও সহযোগিতা করা হবে। যেকোন বিপদ-আপদে তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে।
জানা গেছে, গত বুধবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে দুলালপুর দক্ষিণপাড়া ফকির বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এতে মৃত রশীদ মিয়ার ছেলে মিশন মিয়া, মামুনুর রশীদ, মৃত সুলতান মিয়ার ছেলে বিল্লাল হোসেন ও ইসমাইল হোসেনের সাতটি ঘর পুড়ে যায়। আগুনে নগদ অর্থ, আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্রসহ সব মালামাল পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, অগ্নিকাণ্ডে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে।