বৃহস্পতিবার ১৭ জুলাই, ২০২৫

‎ব্রাহ্মণপাড়ায় নিষিদ্ধ ঘোষিত প্রজাতি ইউক্যালিপটাস ও আকাশমনি চারা ধ্বংসকরণ কর্মসূচি

ছবি: প্রতিনিধি

‎কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আগ্রাসী প্রজাতির নিষিদ্ধ ঘোষিত ইউক্যালিপটাস ও আকাশমনি চারা ধ্বংসকরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ কার্য্যালয়ের আয়োজনে উপজেলার স্থানীয় একটি নার্সারিতে এসব আগ্রাসী চারা ধ্বংসকরণ কর্মসূচি উদ্বোধন করা হয়।

এতে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাসুদ রানা এর সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. মুখলেছুর রহমান এর পরিচালনায় নিষিদ্ধ ঘোষিত ইউক্যালিপটাস ও আকাশমনি চারা ধ্বংসকরণ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান।

এসময় উপ-সহকারি কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. তফাজ্জল হোসেন ও কৃষিবিদ গোলাম মোস্তফাসহ কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাসুদ রানা বলেন, নিষিদ্ধ ঘোষিত ইউক্যালিপটাস ও আকাশমনি একটি আগ্রাসী গাছ। এসব চারা পানির নিচের স্তর ধ্বংস করে দেয়। সেজন্য এসব আগ্রাসী চারা ধ্বংস করা প্রয়োজন।

আরও পড়ুন