জানুয়ারি ২, ২০২৫

বৃহস্পতিবার ২ জানুয়ারি, ২০২৫

বুবলী তার ছেলেকে আইন পেশায় দেখতে চায়

Shobnom Bubly wants to see her son in the legal profession
বুবলী তার ছেলেকে আইন পেশায় দেখতে চায়। ছবি: ফেসবুক

শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলীর সন্তান শেহজাদ খান বীর। শাকিব এবং বুবলী মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছে না তারজন্য মায়ের সঙ্গেই রয়েছেন বীর। বলা যায়, বুবলীই ছেলের সব দায়িত্ব পালন করেন। এমন কি অনেক বার বলতে শুনা গেছে বীরের বাবা তিনি, মাও তিনি

সম্প্রতি এক সাক্ষাৎকারে বুবলী জানান, ছেলেকে আইন পেশায় দেখতে চান এই নায়িকা।বড় হয়ে সে কী হবে, সেটা তার ব্যাপার। তবে মা হিসেবে আমার চাওয়া থাকবে সে একজন ব্যারিস্টার হোক। আইন পেশায় নিজেকে নিযুক্ত করুক।

বুবলী আরও বলেন, আমি দুই বছর এলএলবি করেছি, কিন্তু শেষ করতে পারিনি। আমার কাজের একটা প্রেসার ছিল। তাই মা হিসেবে চাই, আমি যেটা শেষ করতে পারিনি সেটা বীর সম্পন্ন করুক।তবে ছেলের উপর কিছু চাপিয়ে দিবো না।।।আগে বুঝতে চেষ্টা করব ওর কিসের উপর বেশি আগ্রহ।