এপ্রিল ২৭, ২০২৫

রবিবার ২৭ এপ্রিল, ২০২৫

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পারভেজ হত্যা মামলার আসামি হৃদয় কুমিল্লায় গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার বনানীতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. হৃদয় মিয়াজীকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ। কুমিল্লার মুরাদনগর উপজেলার মনাইরকান্দি থেকে তিতাস থানা পুলিশ তাকে গ্রেফতার করেন।

গ্রেফতারের পর মঙ্গলবার (২২ এপ্রিল) হৃদয়কে র‌্যাব-১১-এর সিপিসি-২ কুমিল্লার কাছে হস্তান্তর করা হয়েছে। তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ উল্যাহ সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এবং র‌্যাব-১১ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার রাতে বলরামপুর ইউনিয়নের মনাইরকান্দি গ্রামের হারুন-উর-রশিদের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ওই বাসা থেকে হৃদয়কে গ্রেফতার করা হয়। হৃদয় মিয়াজী মুরাদনগর উপজেলার দুর্লব্দী গ্রামের মাহবুব আলমের ছেলে। ঘটনার পর থেকেই সে নিজ বাড়িতে না থেকে মনাইরকান্দিতে তার মামার বাড়িতে আত্মগোপনে ছিল।

উল্লেখ্য, গত শনিবার প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের কয়েকজন শিক্ষার্থীর সাথে পারভেজের কথা কাটাকাটি হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি মীমাংসা করে দিলেও, পারভেজ ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় অতর্কিতভাবে ৩০ থেকে ৪০ জনের একটি দল তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত পারভেজকে স্থানীয়রা উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের চাচাতো ভাই হুমায়ুন কবীর বাদী হয়ে রবিবার বনানী থানায় আটজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।

আরও পড়ুন