জানুয়ারি ২, ২০২৫

বৃহস্পতিবার ২ জানুয়ারি, ২০২৫

বাবাকে হারানোর ৬ মাস পর মা হারালেন নির্মাতা সাগর জাহান

Producer Sagar Jahan lost his mother six months after losing his father
বাবাকে হারানোর ছয় মাস পর মা হারালেন নির্মাতা সাগর জাহান। ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা সাগর জাহান বাবাকে হারানোর ছয় মাস পর মাকে হারালেন। সোমবার (২৮ আগস্ট) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তার মা জ্যোৎস্না জাহান।

জানা গেছে, অনেকদিন ধরে অসুস্থ ছিলেন সাগর জাহানের মা। গত ৪ দিন ধরে আইসিইউতে ভর্তি ছিলেন তিনি।

মঙ্গলবার (২৯ আগস্ট) বাদ যোহর মগবাজার চৌরাস্তা জামে মসজিদে উনার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে সাগর জাহানের মা’কে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।

সাগর জাহানের বাবা আনোয়ার জাহান নান্টু ছিলেন দেশ বরেণ্য সংগীত পরিচালক বীর মুক্তিযোদ্ধা। চলতি বছরের ৬ ফেব্রুয়ারি মারা যান তিনি।