ফেব্রুয়ারি ৫, ২০২৫

বুধবার ৫ ফেব্রুয়ারি, ২০২৫

বাড়তি আয়ের পথ খুঁজে পেলেন জুমিয়ারা

Rising Cumilla - Jumia found a way of extra income
ছবি: বাসস

রাঙামাটির জুম পাহাড়ের ঢালে ঢালে শুধু শাক-সবজি চাষই নয়, এখন ফুলের রঙে রাঙিয়ে উঠছে পাহাড়ের ঢাল। পাহাড়ি জুমিয়ারা মিশ্র শাক সবজি চাষের পাশাপাশি ফুলের বাগান গড়ে তুলেছেন। বাগানে গাঁদাসহ আরও কয়েক রকমের ফুল শোভা পাচ্ছে। জুমিয়ারা নিজেদের উৎপাদিত ফলমূল, শাক-সবজি বিক্রির পাশাপাশি বাজারে ফুলও বিক্রি করে বাড়তি আয় করছেন।

পাহাড়ি জুমিয়া রাঙাবি চাকমা জানান, “পাহাড়ে জুম চাষের পাশাপাশি এখন আমরা বিভিন্ন ধরনের ফুলের চাষ করছি। সপ্তাহের দুদিন সাপ্তাহিক বাজারে সবজির পাশাপাশি ফুল বিক্রি করে বাড়তি আয় করছি।”

এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙামাটি অঞ্চলের অতিরিক্ত পরিচালক তপন কুমার পাল জানান, “পাহাড়ে সবজি বাগানের পাশাপাশি পাহাড়ি জুমিয়ারা ফুল চাষ করার বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি। এ বিষয়ে চাষীদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।”