শুক্রবার ১ আগস্ট, ২০২৫

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় টিম কর্তৃক সদস্য ফরম বিতরণ উপলক্ষে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ (২৯ জুলাই) বিকালে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কীর্তনখোলা হলে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং কমিটি প্রদানের ব্যাপারে বিভিন্ন পরামর্শ দেন।

এসময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি জহিরুল ইসলাম দিপু পাটোয়ারী, যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিংকু, যুগ্ম-সাধারণ সম্পাদক তারেক হাসান মামুন এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা।

ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক তারেক হাসান মামুন বলেন, “আমি আপনাদের রাজনীতি ও সমাজের প্রতিটি বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় শৃঙ্খলার বিষয়ে কঠোর অবস্থানে রয়েছেন। দলীয় শৃঙ্খলা পরিপন্থী এবং যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডে যদি কোনো নেতাকর্মী বা সমর্থক জড়িত থাকে, তাহলে দলীয় সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

সহ-সভাপতি জহিরুল ইসলাম দিপু পাটোয়ারী বলেন, “আমরা এখনও দুঃসময়ে আছি। আপনারা দেখেন না মিডিয়া ট্রায়ালের কথা? দেখেন না বিএনপির বিরুদ্ধে কী পরিমাণে মব তৈরি হচ্ছে? আমাদের ভেতরে এখনও বহু গুপ্ত রাজনীতি চলে।

বিগত সরকারের আমলে যখন আমাদের ওপর হামলা হতো এবং আমরা যখন প্রশাসনের কাছে যেতাম, প্রশাসন আমাদের বলতো, ‘বাবা, তোমরা তো বিরোধী দল করো, তোমাদের ওপর নির্যাতন হবেই।’ আমি বলবো, অনলাইন-অফলাইন সব জায়গায় আপনারা প্রশিক্ষিত কর্মী হিসেবে গড়ে উঠুন। প্রশিক্ষিত কর্মীই রাজনীতির প্রাণ। আমরা চাই, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল আগামীর বাংলাদেশের একটি মডেল ও ইউনিক ছাত্রদল হিসেবে গড়ে উঠুক।”

উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকল ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ।

আরও পড়ুন