
বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ববিসাস)-এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের টিএসসির দ্বিতীয় তলায় এই আয়োজন সম্পন্ন হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. ইমরান হোসেন।
ববি উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন বলেন, রমজান মাস সংযমের মাস, সব রকমের লোভ লালসা থেকে বেরিয়ে আসার মাস। সংযমের মাসে আমি আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য যেটা দেখতে চাই তারা যেন সকল প্রকার ব্যক্তিস্বার্থকে উপেক্ষা করে প্রতিষ্ঠানিক স্বার্থকে প্রধান্য দেয়। সকল প্রকার লোভ-লালসা থেকে বেরিয়ে এসে সংযমভাবে জীবন ধারণ করে। এই সংযমের মধ্য দিয়ে তারা যেন বলিষ্ঠ মানুষে পরিণত হয়৷
ববিসাস সভাপতি মো. জাকির হোসেনের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ববিসাসের সাধারণ সম্পাদক মো. ইমদাদুল ইসলাম, সহ-সভাপতি মো. ইলিয়াস হোসেন, সাবেক সহ-সভাপতি মো. সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহিদ হোসেন, দপ্তর প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ মো. এনামুল হোসেনসহ সমিতির কার্যনির্বাহী সদস্যবৃন্দ। আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক সমিতির সদস্য ও শিক্ষানবিশ সদস্যরা।
ইফতার মাহফিলে জুলাই বিল্পবে শহীদ ও আহতদের প্রতি দোয়া ও মোনাজাত করা হয়।