সোমবার ১৮ আগস্ট, ২০২৫

ববিতে বিএনসিসি সেনা প্লাটুনে ভর্তি ফর্ম সংগ্রহ ও জমা শুরু

ববি প্রতিনিধি

ববিতে বিএনসিসি সেনা প্লাটুনে ভর্তি ফর্ম সংগ্রহ ও জমা শুরু/ছবি: প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) বিএনসিসি সেনা প্লাটুনে নতুন ক্যাডেট ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। এই ভর্তি কার্যক্রম শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের ২৩-২৪ ও ২৪-২৫ ব্যাচের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত।

বিএনসিসি সেনা শাখায় ভর্তির প্রাথমিক ফর্ম পাওয়া যাবে প্রশাসনিক ভবন-১ এর গ্রাউন্ড ফ্লোরে অথবা প্লাটুন থেকে। আগামী ১৮.৮.২০২৫ থেকে ২৭.৮.২০২৫ প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ফর্ম সংগ্রহ করা যাবে।

ভর্তি ফর্ম পূরণ করে ২ কপি পাসপোর্ট সাইজ ছবি, এসএসসি ও এইচএসসি মার্কশিটের ফটোকপি বুথে অথবা বিএনসিসি সেনা প্লাটুনে জমা দিতে হবে।

ভর্তিচ্ছুরা নির্ধারিত ভর্তি ফর্ম গ্রহণ ও পূরণ করে বরিশাল বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুন অফিসে এবং গ্রাউন্ড বুথে জমা দিতে পারবেন। ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ২৭ আগস্ট ২০২৫ (বুধবার)। শিক্ষার্থীরা ববি বিএনসিসি প্লাটুন অফিস থেকেও ফর্ম সংগ্রহ করতে পারবেন।

এছাড়াও ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন এবং প্রার্থীদের প্রয়োজনীয় তথ্য সরবরাহের জন্য ববি বিএনসিসি ফেসবুক পেজ (BNCC Contingent_University of Barisal) থেকে সাহায্য নিতে পারবে।

উল্লেখ্য, বিএনসিসি সেনা শাখার ফর্মের জন্য কোনো ফি লাগবে না।

আরও পড়ুন