মার্চ ১৭, ২০২৫

সোমবার ১৭ মার্চ, ২০২৫

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন চাঁদপুরের আওয়ামী লীগ নেতা

Chandpur Awami League leader announces his retirement from politics via Facebook status
ছবি : সংগৃহীত

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান (এসি মিজান) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

রোববার (১৬ মার্চ) নিজের ফেসবুক আইডিতে এই পোস্ট করেন তিনি।

মিজানুর রহমান মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের মৃত আব্দুর রব চৌধুরীর ছেলে। এলাকায় এসি মিজান হিসেবে পরিচিত। খুলনা কলেজ ছাত্রলীগ থেকে রাজনীতি শুরু করেন তিনি। পরবর্তীতে মতলবে উপজেলা যুবলীগের আহ্বায়ক দায়িত্বের শেষে উত্তর উপজেলার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।

এর আগে, ২০০৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী হিসেবে জয়লাভ করেন। একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

মিজানুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের পোষ্টটি হুবহু তুলে ধরা হলো-

ফেইসবুকে তিনি লেখেন, ‘প্রিয় ভাইয়েরা আমি সিদ্ধান্ত নিয়েছি ভবিষ্যতে কোন দলেরই রাজনীতি করবো না। কারন আমার চরিত্রে দলীয় রাজনীতি মানায় না। আমি দলমত সকল সাধারণ জনগণের সাথে থাকতে স্বাছন্দ বোধ করি। বিগত ৩০ বছর মতলবের মানুষের পাশে থেকেছি মহান আল্লাহ তায়ালা যতটুকু তৌফিক দিয়েছে ততটুকু করেছি। আমি মানুষের উপকার করতে ভালবাসি। ৩০ বছরে ১জন মানুষকে না বলতে পারি নাই যে দল বা যে গ্রুপই হোক না কেন। আজ থেকে আমার পরিবার শান্তি পাবে। মহান আল্লাহর রহমতে জীবনে কখনও দল বিক্রি করতে হয় নাই। দোয়াকরি তৃনমূলের কর্মীরা ভাল থাকুক। তবে দেশের এই ক্রান্তিলগ্নে আমার মনের কথাগুলি লিখে যাব। দেশকে ও দেশের মানুষকে ভালবাসি। মহান আল্লাহ সকলকে হেফাজত করুন। আমিন।’

ওই পোস্টের কমেন্ট বক্সে তিনি লেখেন, আমি আগে যেমন ছিলাম তেমনই থাকবো। নিরীহ নিরপরাধ বিপদগ্রস্তদের পাশে। ইনশাআল্লাহ । এতে দল করার দরকার নাই। আওয়ামী লীগের কর্মীরও মতলব বাসী অসুবিধা নাই।

তবে তার দেওয়া আরেকটি পোস্টকে ঘিরে বিএনপি নেতাদেরকে ফেসবুকের মাধ্যমেই চরম ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। কেউ কেউ তার রাজনীতি ছাড়ার ঘোষণাকে রাজনৈতিক কৌশল এবং নতুন দলে যোগদান দিতে পারার কথাও বলেছেন। তবে মিজানের বিশ্বস্ত লোকদের মতে, এমনটা হলে আমরা জানতাম।