নভেম্বর ২১, ২০২৪

বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪

ফেসবুক-ইনস্টাগ্রামে আর নেই ভুয়া প্রোফাইলের ছাড়!

Rising Cumilla - Facebook-Instagram
প্রতীকি ছবি/সংগৃহীত

সোশ্যাল মিডিয়া জগতে ভুয়া অ্যাকাউন্টের বিস্তার যেন নতুন কোনো কথা নয়। বিশেষ করে ফেসবুক ও ইনস্টাগ্রামে এই সমস্যাটি বেশ জটিল আকার ধারণ করেছে। এসব অ্যাকাউন্টের নেতিবাচক প্রভাব বেশি পড়ছে বিভিন্ন ক্ষেত্রের জনপ্রিয় ব্যক্তিদের ওপর। এই অবস্থায়, মেটা নামে পরিচিত মেটা প্ল্যাটফর্মস এই সমস্যার সমাধানে নতুন একটি পদক্ষেপ নিয়েছে।

জানা গেছে, মেটা শীঘ্রই ফেসবুক ও ইনস্টাগ্রামে চেহারা শনাক্তকরণ প্রযুক্তি চালু করতে যাচ্ছে। এই প্রযুক্তির মাধ্যমে তারা বিভিন্ন সেলিব্রিটির ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত করতে সক্ষম হবে। ফলে, সেলিব্রিটিদের ছবি ব্যবহার করে যেসব ভুয়া বিজ্ঞাপন দেওয়া হয়, সেগুলো সহজেই বন্ধ করা যাবে।

কেন এই পদক্ষেপ?

সেলিব্রিটিদের ছবি ব্যবহার করে ভুয়া বিজ্ঞাপন দেওয়া একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অনেক সময় এই ভুয়া বিজ্ঞাপনের মাধ্যমে মানুষকে বিভিন্ন ধরনের প্রতারণার শিকার বানানো হয়। মেটার এই নতুন পদক্ষেপ এই ধরনের প্রতারণা রোধ করতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।

কীভাবে কাজ করবে এই প্রযুক্তি?

মেটা জানিয়েছে, প্রথম ধাপে তারা ৫০ হাজার জনপ্রিয় ব্যক্তির ছবি এই সিস্টেমে যোগ করবে। এরপর যদি কোনো বিজ্ঞাপনে এই ব্যক্তিদের ছবি ব্যবহার করা হয়, তাহলে সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে তা শনাক্ত করে নেবে। যদি সেই বিজ্ঞাপন ভুয়া হয়, তাহলে তা বন্ধ করে দেওয়া হবে।

এর আগেও মেটা এই ধরনের প্রযুক্তি চালু করেছিল। কিন্তু ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে তা বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল। তবে মেটা আশা করছে, এইবার তারা এমন কোনো সমস্যার সম্মুখীন হবে না।

মেটার কনটেন্ট পলিসি বিভাগের ভাইস প্রেসিডেন্ট মনিকা বাইকার্ট জানিয়েছেন, যেসব তারকার ছবি ভুয়া বিজ্ঞাপনে বেশি ব্যবহার করা হয়েছে, মেটা শুরুতে তাদের চেহারা শনাক্তকরণ সুবিধার আওতায় নিয়ে আসতে চায়।