ডিসেম্বর ২৬, ২০২৪

বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর, ২০২৪

ফের আলোকচিত্রীদের সামনে মেজাজ হারালেন রণবীর

ফের আলোকচিত্রীদের সামনে মেজাজ হারালেন রণবীর।
ফের আলোকচিত্রীদের সামনে মেজাজ হারালেন রণবীর। ছবি: সংগৃহীত

রণবীর কাপুর অন্য তারকাদের মতো দর্শক ও অনুরাগীদের সঙ্গে মিশে যেতে পারেন না। পেশার তাগিদে ক্যামেরার সামনেই তার আসতে হয়। আলোকচিত্রীদের ক্যামেরার সামনে মুখ দেখাতেই হয়। সম্প্রতি এক চিত্রগ্রাহীর সামনে ফের মেজাজ হারালেন তিনি।

অ্যানিমাল’ সিনেমায় কাজ করছেন রণবীর কাপুর। সিনেমায় নিজের চরিত্রের জন্য মুখভর্তি দাড়িও রেখেছেন তিনি। এমনকি চরিত্রের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য শারীরিক কসরতও করেছেন রণবীর। সম্প্রতি তেমনই এক লুকে আলোকচিত্রীদের ক্যামেরার সামনে ধরা দিলেন অভিনেতা।

চিত্রগ্রাহীরা ছবি তোলার জন্য হুড়মুড় করে এগিয়ে আসতেই ঘটল বিপত্তি। মেজাজ হারালেন ঋষিপুত্র। আলোকচিত্রীদের উদ্দেশ্য করে ধেয়ে এল তার কড়া ধমক, ‘চেঁচামেঁচি করছেন কেন! আস্তে!’ তারকার ধমক খেয়ে সঙ্গে সঙ্গে ক্ষমা চাইলেন ওই চিত্রগ্রাহক। তার পর অবশ্য আর কোনও বাগবিতণ্ডায় জড়াননি রণবীর।

রণবীর কাপুর শান্ত স্বভাবের মানুষ। এত ছোট ঘটনায় হঠাৎ কেন রেগে গেলেন তিনি, তা নিয়ে সকলে মনে প্রশ্ন। এমনকি নেটদুনিয়ায় সকলে অবাক রণবীরের এই আচরণ দেখে।