নভেম্বর ২৭, ২০২৪

বুধবার ২৭ নভেম্বর, ২০২৪

কুমিল্লায় প্রধানমন্ত্রীর ভার্চুয়াল জনসভা: তরুণ প্রজন্মের কুমিল্লা বিভাগের দাবি

Prime Minister's Virtual Public Meeting in Cumilla, Demands of Young Generation Cumilla Division
তরুণ প্রজন্মের ভোটারদের পক্ষে দিলরুবা কথা বলছে প্রধানমন্ত্রীর সাথে | ছবি: সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের অংশ হিসেবে গতকাল বুধবার (৩ জানুয়ারি) বিকেলে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ, কুমিল্লা দক্ষিণ ও উত্তর জেলা আওয়ামী লীগের সাথে নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

ঐতিহাসিক কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত জনসভায় তরুণ প্রজন্মের ভোটারদের পক্ষে দিলরুবা রহমান নামের এক শিক্ষার্থী সে তার জীবনের প্রথম ভোট মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির মার্কা নৌকায় ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বলেন, আপনি নারীদের মর্যাদা অনেক বাড়িয়ে দিয়েছেন গরীবদের পড়াশোনার সুযোগ করে দিয়েছেন। এবারে আপনি কুমিল্লা নামে বিভাগ করে দেন।

এ সময় প্রধানমন্ত্রী ওই শিক্ষার্থীর বক্তব্যের জবাবে বলেন অনেক ভালো লাগল, খুশি হলাম। তবে কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়নের বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।

এর আগে কুমিল্লার নেতাদের মধ্যে একমাত্র বক্তব্য রাখার সুযোগ পান বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি। তিনি প্রধানমন্ত্রীর সাথে দ্বাদশ সংসদ নির্বাচনে কুমিল্লা বিভিন্ন আসনের এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।

এরপর সংক্ষিপ্ত বক্তব্যে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা-৬ আসনে নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি বলেন, আমাকে চার বার মনোনয়ন দিয়েছেন আপা। এই কুমিল্লায় বঙ্গবন্ধু হত্যার ৩৩ বছর পর আমাকে মনোনয়ন দেওয়ায় নৌকা জয় পেয়েছে।

এবার নিয়ে চার বার মনোনয়ন দেওয়ার কারণে কুমিল্লা এখন জননেত্রী শেখ হাসিনার কুমিল্লায় রুপান্তরিত হয়েছে। আজকের কুমিল্লা জাতির জনকের কুমিল্লায় রুপান্তর করেছি আমরা। আপনি অনেক দিয়েছেন কুমিল্লায়। আমাদের দোয়া করবেন, যেন এই কুমিল্লা যুগে যুগে কালে কালে স্বাধীনতা পক্ষের শক্তি বার বার নির্বাচিত হয় এবং আপনি প্রধানমন্ত্রী হিসেবে কুমিল্লাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার সুযোগ করে দিবেন।