জানুয়ারি ২০, ২০২৫

সোমবার ২০ জানুয়ারি, ২০২৫

প্রতিষ্ঠাকালীন নাম পুনর্বহালসহ ৩ দফা দাবিতে বেরোবি শিক্ষার্থীদের মানববন্ধন

Human chain of Berobi students for 3-point demand including reinstatement of founding name
ছবি: প্রতিনিধি

প্রতিষ্ঠাকালীন নাম পুনর্বহালসহ ৩ দফা দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

রবিবার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৪ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বাংলা বিভাগের শিক্ষার্থী শামসুর রহমান সুমন বলেন, রংপুরের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন রংপুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করে কিন্তু স্বৈরাচার শেখ হাসিনা সরকার এই নাম পরিবর্তনসহ রংপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন দুইটি একই মোড়কে এনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় করা হয়। তারা এই নামটি ব্যবহার করে রংপুরের মানুষের সাথে প্রতারণা করেছে। আমরা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন নয় পূর্নবাহাল চাই। সেই সময় যখন নাম পরিবর্তন করা হয় তখন অনেক শিক্ষার্থী আন্দোলন করলে তাদের জামাত-শিবির ও বিএনবি ট্যাগ দিয়ে দমিয়ে রাখা হয়। এবার আর আমাদের দমিয়ে রাখা যাবে না।

কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রহমত আলী বলেন, এখানে উপস্থিত ছাত্র জনতা, সবাই চায় রংপুর বিশ্ববিদ্যালয়। আমরা ফ্যাসিস্টের দেওয়া নাম চাই না। আমাদের সবার দাবি রংপুর বিশ্ববিদ্যালয় ও একটি পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়। আমরা জানিয়ে দিতে চাই আমরা আর কোনো বৈষম্য মেনে নিব না।

উল্লেখ্য, শিক্ষার্থীদের তিন দফা দাবি হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন নাম পুনর্বহাল, শতভাগ ব্যবস্থা এবং পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের রূপায়ণ করা।